মাধ্যমিকে অঙ্ক প্রশ্ন বিতর্ক,বিতর্ক ওঠা দুটি প্রশ্ন শুরু করলেই নম্বর পাবে পরীক্ষার্থীরা ঘোষনা পর্ষদের

মাধ্যমিকে অঙ্ক প্রশ্ন বিতর্ক,বিতর্ক ওঠা দুটি প্রশ্ন শুরু করলেই নম্বর পাবে পরীক্ষার্থীরা ঘোষনা পর্ষদের

মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক।বিতর্ক অবসানে পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের। ‘২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই দেওয়া হবে নম্বর’, শনিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা অনুষ্ঠিত হয়।কোন প্রশ্নের উত্তর পরীক্ষার্থীরা করলেই পাবে নম্বর?

মাধ্যমিক পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার মোবাইল ফোন! তারপর যা ঘটলো

পর্ষদ বিজ্ঞপ্তি দদিয়ে জানিয়েছে,গোটা রাজ্যে জুড়ে থাকা প্রশ্নপত্রের ১৫ নম্বর প্রশ্নের ii নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গ অঞ্চলের জন্য থাকা অঙ্কের সেটের ৩ নম্বর প্রশ্নের vii নম্বর প্রশ্ন, বর্ধমান অঞ্চলের জন্য থাকা সেটের ৩ নম্বরে প্রশ্নের iii নম্বর প্রশ্ন,মেদিনীপুর অঞ্চলের জন্য থাকা অঙ্ক সেটের ৩ নম্বর প্রশ্নের iv নম্বর প্রশ্ন এবং কলকাতা অঞ্চলের জন্য থাকা অঙ্ক প্রশ্নের সেটের ৩ নম্বর প্রশ্নের i নম্বর প্রশ্ন নিয়ে দেখা দিয়েছিল বিতর্ক। অভিযোগ উঠেছিল এই প্রশ্নগুলি সিলেবাসের বাইরে থেকে দেওয়া হয়েছে।’মাধ্যমিকে অঙ্কের এই ২টি প্রশ্নে পরীক্ষার্থীরা হাত দিলেই পেয়ে যাবে অঙ্কগুলির জন্য ধার্য্য থাকা নম্বর’ ।

আত্মহত্যায় প্ররোচনা! আইনি জটিলতায় অমিতাভ বচ্চনের জামাই নিখিল নন্দা

বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে এই সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের।গত শনিবার হয়েছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা।অভিযোগ আসে এই প্রশ্নপত্র কঠিন হয়েছে। অনেকে আবার বলেন, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন হয়েছে। এরপর গোটা বিষয় খতিয়ে দেখতে, বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দেয় মধ্যশিক্ষা পর্ষদ। কমিটির সুপারিশ মেনে সোমবার মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দেয়, সিলেবাসের মধ্যে প্রশ্ন থাকলেও এমনকি বিকল্প অনেক প্রশ্ন থাকলেও বিতর্ক ওঠা দুটি প্রশ্নেরই অঙ্ক পরীক্ষার্থীরা শুরু করলেই সেই অঙ্কের পুরো নম্বর পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা।

Next Post

ভারতের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন জ্ঞানেশ কুমার, কে এই জ্ঞানেশ কুমার

Tue Feb 18 , 2025
নিউজ ডেস্ক : দেশের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। মুখ্য নির্বাচনী আধিকারিক পদে রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার বাছতে সোমবার বৈঠকে বসেছিল মুখ্য নির্বাচন আধিকারিক বাছাই কমিটি।বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল, বিরোধী দলনেতা […]

আপনার পছন্দের সংবাদ