নিউজ ডেস্ক : এএনএম ও জিএনএম এর পরীক্ষা চলাকালীন হলের মধ্যে মোবাইল মারফত উত্তর সংগ্রহের অভিযোগে ৯ জন পরীক্ষার্থীকে আটক করল পুলিশ। পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিকরা তাদের পুলিশের হাতে তুলে দেয়। তাদের মোবাইল ফোনগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও দেখুন – নব নির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানাল জেলা তৃণমূল
রবিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে। রবিবার রাজ্যজুরে সম্পন্ন হয়েছে এএনএম ও জিএনএম পরীক্ষা। অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স বা এএনএম যা মূলত ২ বছরের। অপরদিকে রয়েছে ৩ বছরের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স বা জিএনএম। এই পরীক্ষায় বসেছিলেন রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী। একই ভাবে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজের সেন্টারে পরীক্ষা দিচ্ছিলেন ৪৮৪ জন।
আরও দেখুন – বেহাল নিকাশি, জমা জলে দূর্ভোগের যাতায়াত এলাকাবাসীর
কলেজের অধ্যক্ষ ডঃ চন্দন রায় জানান, পরীক্ষা চলাকালীন ৯ জন পরীক্ষার্থী হলের মধ্যে মোবাইল ব্যবহার করছিলেন। তারা মোবাইলে মেসেজ আদান প্রদান করছিলেন। প্রশ্নপত্রের সিরিজ অনুযায়ী সংগ্রহ করা হচ্ছিল উত্তর। এই বিষয়টি লক্ষ্য করার পরই তাদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর নেপথ্যে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।