সর্বভারতীয় নিট পরীক্ষায় সফল করোনেশন স্কুলের ছাত্র-ছাত্রীরা

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৯ অক্টোবর :  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যস্তরে বড়মাপের সাফল্য পেয়েছিলো রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা। এবারে সেই ধারাকে অক্ষুন্ন রেখে সর্বভারতীয় নিট পরীক্ষায় সাফল্য পেলো এই স্কুল। স্কুল সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত বিদ্যালয়ের তিন পড়ুয়া সর্বভারতীয় মেধা তালিকায় ভালো র‍্যাংক করেছে। এই সাফল্যে স্বভাবতই খুশী স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

উল্লেখ্য এবছর করোনা আবহের মধ্যেই অনুষ্ঠিত হয়েছিলো নীট পরীক্ষা। লকডাউনের কারনে অনেককেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছোতে হয়রানীর মুখে পড়তে হয়েছিলো। স্বাভাবিক কারনেই ফলাফল নিয়ে বেশ টেনশনে ছিলো পরীক্ষার্থীরা। যদিও শেষপর্যন্ত ফলাফল আশানুরূপ হওয়ায় খুশী রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের তিন ছাত্র-ছাত্রী। অভিজ্ঞান কর,সে সাতশো কুড়ির মধ্যে ছয়শো পঁয়তাল্লিশ পেয়েছে। এই স্কুলের ছাত্রী শাইনী আলম পেয়েছে পাঁচশো পচানব্বই নাম্বার। অন্যদিকে শুভশ্রী বসাক পেয়েছে ছয়শো চৌদ্দ নাম্বার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জী বলেন,” মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার পর সর্বভারতীয় নীট পরীক্ষায় সফল তিন পরীক্ষার্থীকে অভিনন্দন। ওরা নিশ্চয়ই খুব ভালো জায়গায় পড়ার সুযোগ পাবে। করোনেশন স্কুলের সাফল্যের ধারা অক্ষুণ্ণ থাকায় আমরা খুশী

Next Post

জেপি নড্ডার উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ করলেন জেলা তৃণমূলের মুখপাত্র

Mon Oct 19 , 2020
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৯ অক্টোবর :   বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা উত্তরবঙ্গ সফরে এসেছেন দলের গোষ্ঠীকোন্দল মেটাতে, বাংলার উন্নয়ন তার লক্ষ নয় -সোমবার রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস। সন্দীপ বাবু বলেন, কেন্দ্রের কাছে কয়েক হাজার […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম