নিউজ ডেস্ক : আরজিকর কান্ড নিয়ে শুক্রবার দিনভর ঘটলো নানা নাটকীয় মোড়।সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নোটিস পাঠিয়েছিল সিআিআই।কিন্তু সেই হহাজিরা এড়িয়ে শুক্রবার হাইকোর্টে প্রানহানীর আশঙ্কা করে পুলিশি নিরাপত্তার দাবী জানান সন্দীপ ঘোষ।
আরজি কর কান্ডের প্রতিবাদে মেডিক্যালে অব্যাহত কর্মবিরতি
এরপরই জমে ওঠে নাটক।সল্টলেকের রাস্তা দিয়ে যাওয়ার পথে সিবিআই পাকরাও করে আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।হাজিরা না দেওয়ার কারনেই সন্দীপ ঘোষকে পাকরাও করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান সিবিআই আধিকারিকরা।শুক্রবারই হাইকোর্টে প্রধানন বিচারপতির ডিভিশন বেঞ্চে ফের ওঠে আরজিকর মেডিক্যালের হত্যা মামলা।সেই মামলার পর্যবেক্ষনের পর আরজিকর তদন্তে সিবিআইকে পূর্ন স্বাধীনতা দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।এরপরই একদিকে আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হাজিরা না দেওয়ায় পাকরাও করলো সিবিআই অন্যদিকে আরজিকর মেডিক্যাল কলেজে পৌঁছে তদন্তের কাজ শুরু করলো সিবিআইয়ের টিম।
আরজিকর কাণ্ডে পড়ুয়া আন্দোলনের চাপে ইস্তফা দিলেন হাসপাতালের অধ্যক্ষ
এদিন হাসপাতালের সিড়ি দিয়ে চারতলার সেমিনার রুমে যান সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।3D স্ক্যানার নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বের হন সিবিআই আধিকারিকরা।