নিউজ ডেস্ক : আরজি কর কান্ডের প্রতিবাদে সারা দেশ জুড়ে চলছে আন্দোলন কর্মসূচি। দোষীদের কঠোর শাস্তির দাবী উঠেছে সর্বত্রই। দেশজুড়ে চলছে চিকিৎসকদের আন্দোলন। হাসপাতালের মধ্যেই এমন নৃশংস ঘটনায় প্রশ্নের মুখে চিকিৎসকদের নিরাপত্তা। এই ইস্যুতে সরকারি হাসপাতালে বুধবারও কর্মবিরতির ছবি লক্ষ্য করা গিয়েছে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সেমবার থেকে ওপিডি-তে কর্মবিরতি শুরু হয়েছে৷ ক্যাম্পাসে বসেই স্লোগান তুলছেন জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা। বুধবার তৃতীয় দিনে চলছে এই আন্দোলন। যদিও জরুরি পরিষেবা সচল রয়েছে। এদিকে ওপিডি-তে পরিষেবা না পেয়ে চরম হয়রানির মুখে পড়ছেন সাধারণ মানুষ। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, যত দ্রুত দোষীদের শাস্তি হবে তত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে।
আরও দেখুন – আরজিকর কাণ্ডে পড়ুয়া আন্দোলনের চাপে ইস্তফা দিলেন হাসপাতালের অধ্যক্ষ
এদিকে বুধবার আন্দোলন রত চিকিৎসকদের সাথে কথা বলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের আধিকারিকরা। ওপিডি-তে অনেক দুরদুরান্ত থেকে মানুষ আসছেন। তাদের মধ্যে যাদের জরুরি প্রয়োজন রয়েছে তাদের জন্য বিকল্প ওপিডি চালু করা হয়েছে। যতটা সম্ভব মানুষকে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।