নিউজ ডেস্ক : আরজিকর মেডিক্যাল কলেজে পিজিটি দ্বিতীয় বর্ষের চিকিৎসক তরুনীকে ধর্ষন করে খুন করার ঘটনার জেরে সোমবারও অব্যাহত বিক্ষোভ আন্দোলন।এদিকে টাজ্য জুড়ে ঘটনার প্রতিবাদে কর্মবিরতির পথে হাঁটলেন জুনিয়ার ডাক্তাররা।আরজিকর কান্ডের পর একটি অডিও রীতিমতো ভাইরাল হয়েছে।যে অডিও ক্লিপে কথা বলতে শোনা যাচ্ছে যেখানে একজন নিজেকে আরজিকর মেডিক্যাল কলেজের ইন্টার্ন হিসাবে পরিচয় দিচ্ছেন এবং সেদিনের ঘটনার যে বিবরন দিচ্ছেন তা যথেষ্ট আতঙ্কের।যদিও এই ভাইরাল হওয়া অডিও ক্লিপের সত্যতা যাচাই করে নি আরসিটিভি সংবাদ।
আরও দেখুন – আরজিকরে অব্যাহত ট্রেনি চিকিৎসকদের কর্মবিরতি
কি রয়েছে সেই অডিও ক্লিপে শেনাব আপনাদের।একদিকে ভাইরাল হওয়া অডিও অন্যদিকে ডাক্তারী পড়ুয়াদের লাগাতার আন্দেলনের জেরে বিপর্যস্ত মেডিক্যাল কলেজগুলির চিকিৎসা পরিসেবা।সোমবার সরকারি মেডিক্যাল কলেজের পাশাপাশি কর্মবিরতি শুরু করেছেন বেসরকারি মেডিক্যাল কলজের পড়ুয়ারাও।
আরও দেখুন – ডাক্তারী পড়ুয়ার নৃশংস খুনে গ্রেপ্তার ১, শনিবারও উত্তাল আর জি কর
অবশেষে ডাক্তারী পড়ুয়াদের আনলনের কাছে নতি স্বীকার।আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে পড়ুয়া আন্দোলনের চাপে ইস্তফা দিলেন হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ।সোমবার পদত্যাগের কথা জানিয়ে তিনি বলেন, কারও চাপে নয়, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক খেলা চলছে। সন্দীপ ঘোষ বলেন, ‘পড়ুয়ারা এটাই চেয়েছিলেন যে আমি পদত্যাগ করি। মানুষও এটাই চেয়েছিলেন। আসলে আমার বিরুদ্ধে একটা রাজনৈতিক খেলা চলছে।