রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করছেন তৃণমূলপন্থী অশিক্ষক কর্মীরা। বুধবার তারা রেজিস্ট্রারের সাথে দেখা করেন। উপাচার্যের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দেন। রেজিস্ট্রারের ঘরের ভেতরে চলে বিক্ষোভ।
রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ২০২৫ শিক্ষাবর্ষে পুজোয় ২৫ দিন টানা ছুটি
তৃণমূল পন্থী অশিক্ষক কর্মীদের সংগঠন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী বলেন, তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন। কিন্তু রাজ্যপাল মনোনীত উপাচার্য তাদের আন্দোলনে সাড়া না দিয়ে অনৈতিক কাজ করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা বজায় রাখার চেষ্টা করছেন উপাচার্য। সম্প্রতি উপাচার্য ছুটিতে রয়েছেন। বিশ্ববিদ্যালয় থেকে তিনি পালিয়ে গিয়েছেন। কিন্তু বাইরে থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের বিভিন্ন নির্দেশ দিচ্ছেন। যা পুরোপুরি ভাবে অনৈতিক বলে দাবি সুবীর বাবুর।