গ্রামের উপর দিয়ে নিয়ে যাওয়া হবে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার। এর বিরোধিতায় পথে নামলেন গ্রামের সাধারণ মানুষ। ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে রায়গঞ্জ ব্লকের শীতগ্রামের মুসলিম পাড়া এলাকায়। এই বিষয়টিকে সামনে রেখে বৃহস্পতিবার এলাকায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
কম পরিমানে ধান ক্রয়ের অভিযোগে বিক্ষোভ, কিষাণ মান্ডিতে উত্তেজনা
তারা জানান, পার্শ্ববর্তী সংসদে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া হবে। বিকল্প পথ থাকা সত্ত্বেও মুসলিম পাড়া গ্রামের উপর দিয়েই ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। যা কোনোভাবেই মেনে নেবেন না গ্রামের মানুষজন। ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া হলে তাতে অনেক বিপদ হতে পারে। তাই নিজেদের সুরক্ষার জন্যই ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার নিয়ে যাওয়ার বিরোধিতা করছেন তারা।
আব্দুল আলিম নামের এক গ্রামবাসী বলেন, তাদের গ্রামের উপর দিয়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। সেটা হতে দেবেন না। ইতিমধ্যেই তারা বিদ্যুৎ দপ্তর, বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস তিন জায়গাতেই লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন। তাদের কাছে রিসিভ কপিও রয়েছে। দাবি না মানলে বৃহত্তর আন্দোলন হবে।
রেজিস্ট্রারের ঘরে ঢুকে বিক্ষোভ তৃণমূলপন্থী অশিক্ষক কর্মীদের
আবুল কাশেম নামের অপর এক গ্রামবাসী বলেন, গ্রামের উপর দিয়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার নিয়ে যেতে দেবেন না তারা। যেখানে উচ্চক্ষমতা সম্পন্ন এই তারটি নিয়ে যাওয়া হচ্ছে তার জন্য অনেক বিকল্প পথ আছে। কিন্তু তারপরেও এই গ্রামকেই বেছে নেওয়া হল কেন তারা প্রশ্ন তুলেছেন।