নিরাপত্তা ইস্যুতে বারংবার সংবাদ শিরোনামে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। হাসপাতালের ভেতরে রোগীকে পুড়িয়ে মারার চেষ্টার পর ২৪ ঘন্টার মধ্য ফের অপ্রীতিকর ঘটনা। এবারে রোগীর আত্মীয়দের সাথে নিরাপত্তা রক্ষীদের তুমুল বাক-বিতন্ডার ঘটনা ঘটল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত তিন পরিযায়ী শ্রমিক
হাসপাতালের সহকারী-সুপার বিপ্লব হালদার বলেন, রোগীর আত্মীয়রা মদ্যপ অবস্থায় ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। নিরাপত্তা রক্ষীরা ভিজিটিং পাশ দেখতে চান। কিন্তু রোগীর আত্মীয়রা দেখাতে পারেননি। এতে নিরাপত্তা রক্ষীরা তাদের ভেতরে ঢুকতে বাধা দেন। তারপরই শুরু হয় বচসা। রোগীর আত্মীয়রা অত্যন্ত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। পরে পুলিশ গিয়ে তিন জনকে থানায় নিয়ে যায়। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।