নিউজ ডেস্ক : সারাবছরই তারা দেশবাসীর নিরাপত্তা রক্ষায় সীমান্তে অতন্দ্র প্রহরী। কর্তব্যের খাতিরে ঘর থেকে দূরেই কেটে যায় উৎসবের দিনগুলি। যারা দেশরক্ষায় নিজেদের উৎসর্গ করেছে, রাখী বন্ধন উৎসবে সেই সেনা জওয়ানদের হাতে রাখী পরিয়ে তাদের মঙ্গলকামনায় সামিল হল মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থা।
আরজিকর কান্ডে তদন্ত শুরু সিবিআইয়ের
এদিন মালদার হবিবপুরের শ্রীরামপুর এলাকায় বিএসএফের ১২নং ব্যাটেলিয়নের সামসের ক্যাম্পে রাখীবন্ধন উৎসব পালন করলো স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ক্যাম্পের সেনাজওয়ানদের হাতে রাখী পরিয়ে , মিষ্টিমুখ করিয়ে করলেন মঙ্গলপ্রার্থনা।
আরজি কর কান্ডের প্রতিবাদে মেডিক্যালে অব্যাহত কর্মবিরতি
অন্যদিকে সীমান্তে প্রহরারত সেনা জওয়ানদের হাতে রাখী পড়িয়ে সংষ্কৃতি দিবস পালন করল কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন৷ সোমবার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে সংস্কৃতি দিবস পালন করা হয় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রাধিকাপুরে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত রায়,পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বুলি রায়, কুনোর ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতিময়ানন্দ মহারাজ সহ অন্যান্যরা।
চিকিৎসায় গাফিলতির অভিযোগে শিশু মৃত্যু , হাসপাতালে ভাঙচুর
এদিন সীমান্তরক্ষী জওয়াদের পাশাপাশি এলাকার মানুষদের রাখী পড়িয়ে সংস্কৃতি দিবস পালন করা হয়। অন্যদিকে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় পালিত হল রাখী বন্ধন উৎসব৷ এদিন হিলির মথুরাপুর সীমান্তেও রাখী বন্ধন উৎসব পালিত হয়। বিএসএফ জওয়ানদের রাখি পড়ায় একটি বেসরকারি স্কুলের ছাত্রীরা। সীমান্তে যারা অতন্দ্র প্রহরায় আমাদের দেশকে রক্ষা করছে, তাদের দীর্ঘায়ু কামনা করে মঙ্গল কামনায় সেই সব সীমান্ত রক্ষীদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করায় ছাত্রীরা।
আরজিকর কাণ্ডে পড়ুয়া আন্দোলনের চাপে ইস্তফা দিলেন হাসপাতালের অধ্যক্ষ
স্কুলের শিক্ষিকা সংগীতা সেন সরকার জানান ছাত্রীরা নিজের হাতেই রাখি তৈরি করেছে। সেই রাখিই এদিন সীমান্ত রক্ষীদের হাতে পরিয়ে দেয় তারা।