জেলাশাসকের দপ্তরের ভুয়ো লেটার প্যাড ব্যবহার করে কাউকে জেলা শাসকের দপ্তরে আবার কাউকে মহকুমা শাসকের দপ্তরে চাকরির নিয়োগপত্র দিয়ে প্রতারণা। এমন প্রতারনার অভিযোগে গ্রেপ্তার হলো তৃনমূলের এক ছাত্র নেতা। ধৃত ছাত্র নেতার নাম প্রীতম ঘোষ।
বিয়ে করে পালাল স্ত্রী, বিক্ষোভ পাত্রের
জলপাইগুড়ি শহর সংলগ্ন ৭৩ মোর এলাকার বাসিন্দা প্রীতম ঘোষ। বুধবার এমন ঘটনা চাউর হতেই জলপাইগুড়ি শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে প্রতারণার শিকার হওয়া কোচবিহারের কয়েকজন যুবক এদিন জলপাইগুড়ি শহরের মাসকলাই বাড়ি এলাকা থেকে প্রীতম ঘোষকে ধরে কোতয়ালি পুলিশের হাতে তুলে দিয়েছে।
আটক বাংলাদেশী যুবকের ঠাঁই হলো শ্রীঘরে
এদিকে জেলা তৃনমূলের পক্ষ থেকে জানান হয়েছে অনেকদিন আগেই প্রীতম ঘোষকে দল থেকে বের করে দেওয়া হয়েছে।ফলে ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।তবে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন ধৃত তৃণমূল ছাত্র নেতা।