আরসিটিভি সংবাদ : দিনহাটার ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি ঘিরে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। রবিবার সকাল সাড়ে দশটা থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়। তৃনমুল কংগ্রেসের এই বিক্ষোভকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয় ভেটাগুড়ি গ্রাম।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে কোচবিহারের ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি ঘেরাও কর্মসূচি গ্রহন করে কোচবিহার জেলা তৃনমুল কংগ্রেস। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি থেকে ২৫ মিটার দূরে বিশাল মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন দুই মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, পরেশ চন্দ্র অধিকার, বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, যুব তৃণমূলের জেলা সভাপতি কমলেশ অধিকারী প্রমূখ।
আরও পড়ুন – বয়স্কদের বিনামূল্যে চা-পান ও বিনোদন কেন্দ্র রায়গঞ্জে
এদিন তৃণমূলের অবস্থান বিক্ষোভ কে ঘিরে গোটা এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। অবস্থান বিক্ষোভ স্তলে বিএসএফের গুলিতে মৃত প্রেম কুমার বর্মনের বাবা ও দাদা কে নিয়ে আসে তৃণমূল নেতৃত্ব। মঞ্চে তাঁরাও ছেলের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবী করেন। সভাস্থলে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, শীতলদহে বিএসএফ নারকীয়ভাবে হত্যা করেছে।
আরও পড়ুন – শিবরাত্রির পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত নাবালিকা
বিএসএফ এর গুলিতে মৃত প্রেম কুমার বর্মনের দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আজ আমাদের এই কর্মসূচি। আমরা চাই হয় বিএসএফ ওই নারকীয় ঘটনার নিজেরা তদন্ত করুক নয়তো রাজ্য পুলিশকে তদন্ত করতে দিক। উদয়ন গুহ অভিযুক্ত বিএসএফ জওয়ানকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্তের দাবি জানান। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে সন্ত্রাস করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই তারাও প্রস্তুতি নিয়ে রেখেছেন। গোটা বিষয়ের উপরে নজর রাখছেন তাঁরা।
আরও পড়ুন – অঙ্গনওয়ারীর রান্নাঘর ভাঙচুর
আমরা সেই রাস্তায় যাব না। আমাদের বিজেপি কর্মীরা তৈরি রয়েছে। তৃণমূলের যারা দুর্নীতি করেছে আমরা দেখছি যে কিভাবে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের কর্মকাণ্ড বলে মানুষের সামনে আনা যায় সেই ব্যবস্থা গ্রহণ করব। আজ আমাদের বিজিপি কার্যালয়ে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন তৃণমূলের যে কর্মসূচি তা অবস্থা বুঝে আমরা আজ ব্যবস্থা গ্রহণ করব ।