ইসকনের সন্নাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আন্দোলন করা মেনে নিতে পারেনি বাংলাদেশ পুলিশ বাহিনী। তার পর থেকে বেছে বেছে হিন্দু পরিবার গুলিকে টার্গেট করে অত্যাচার করা হচ্ছে।বাড়িতে ঢুকে চলছে মারধোর।আক্রমনের হাত থেকে রক্ষা পাচ্ছেন না মহিলারাও।
অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশী নাবালিকাকে পাকড়াও বিএসএফের
এখনো পর্যন্ত এলাকার, ৫০০ জন হিন্দুর বিরুদ্ধে মামলা দায়ে হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৫০ জন কে। এখানেই শেষ নয় গ্রেপ্তারের পর চলছে অত্যাচার। এই পরিস্থিতিতে ওই দেশে হিন্দুদের টিকে থাকাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে সংবাদ মাধ্যমের প্রশ্নে উত্তরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে এমনটাই জানালেন প্রান বাঁচাতে সীমান্ত পেরিয়ে এদেশে এসে বিএসএফ এর হাতে আটক হওয়া,কলেজ পড়ুয়া জীবন বর্মন (২১)।
খাদান ছবি নিয়ে সাংবাদিক বৈঠকে দেব
চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। সেই সাথে বাংলাদেশে ফেলা আসা পরিবার নিয়ে দুশ্চিন্তা।আগামী দিনে পরিস্থিতি যে আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে সেই আশঙ্কা প্রকাশ করেন বাংলাদেশী কলেজ পড়ুয়া জীবন বর্মন।বাংলাদেশের রংপুর জেলার ঠাকুরগাঁও থানার অধিনে অহনা নগর গ্রামের বাসিন্দা জীবন বর্মন। ঠাকুরগাঁও সরকারি কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র সে। পড়াশোনার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে একটি কাপড়ের দোকানে কাজ করতো সে।প্রান বাঁচাতে ওপার থেকে এপারে আসতেই ধরা পরে যায় সে।