আরসিটিভি সংবাদ : সাতসকালেই ৩১ নং জাতীয় সড়কে ভয়াবহ দূর্ঘটনা, মৃত ৩ আহত ১৫ জন । মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ৩১ নং জাতীয় সড়কের উল্লাডাবরি সংলগ্ন এলাকায়।
হতাহতরা সকলেই নির্মান শ্রমিকের কাজ করেন। জানা গিয়েছে , মুর্শিদাবাদের একটি নির্মান শ্রমিকের দল এক ঠিকাদার এজেন্সির হয়ে ময়নাগুড়িতে রেলওয়ের কাজে এসেছিলেন। একটি ট্রাক্টরের ট্রলিতে করে প্রতিদিনের মতো প্রায় ৩০ জন নির্মান কর্মী কাজে যাচ্ছিলেন ।
আরও পড়ুন – আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি !
মাঝে ৮ জনকে নামিয়ে দিয়ে ফের এগিয়ে যাচ্ছিল ট্রাক্টরটি। পথে উল্টো দিক থেকে আসা একটি দূরপাল্লার ট্রলারের সাথে মুখোমুখি সংর্ঘষ হয় ট্রাক্ট্ররটির। অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে ট্রাক্টরের ট্রলিটি। ট্রাক্টরের ট্রলিতে থাকা প্রত্যেকেই রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়েন। বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসে ময়নাগুড়ির দমকল এবং পুলিশ বাহিনী।
আরও পড়ুন – জমি বিবাদকে কেন্দ্র করে তীর বিদ্ধ এক
আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি ও জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসক। জানা গেছে মৃতদের নাম সুমন শেখ, হোসেন শেখ ও কমল মাল। অন্যদিকে আহত ১৫ জনের চিকিৎসা চলছে। সূত্রের খবর মৃত ও আহতরা সকলেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।