নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডর নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পকসো আদালত। বৃহস্পতিবার পকসো আদালতের বিচারক শরণ্যা সেন প্রসাদ এই সাজা ঘোষণা করেন৷
এক দেশ এক ভোট প্রস্তাবে কেন্দ্রীয় সিলমোহর, সংসদের চলতি অধিবেশনেই পেশ হতে পারে বিল
বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন ২০১৯ সালের ২০ ই ডিসেম্বর হিলি ব্লকের এক ১৫ বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করেন বিচারক।
রিলস বানতে গিয়ে দূর্ঘটনা,আহত ২
পকসো আদালতের বিচারক ওই দুই অভিযুক্ত কে ৩৪১ নম্বর ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পকসো আইনের নির্দিষ্ট ধারায় ওই দুই অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্যাতিতাকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক।