ধর্ষণের ঘটনায় ২ জনকে ১০ বছরের সাজা

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডর নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পকসো আদালত। বৃহস্পতিবার পকসো আদালতের বিচারক শরণ্যা সেন প্রসাদ এই সাজা ঘোষণা করেন৷

এক দেশ এক ভোট প্রস্তাবে কেন্দ্রীয় সিলমোহর, সংসদের চলতি অধিবেশনেই পেশ হতে পারে বিল

বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন ২০১৯ সালের ২০ ই ডিসেম্বর হিলি ব্লকের এক ১৫ বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করেন বিচারক।

রিলস বানতে গিয়ে দূর্ঘটনা,আহত ২

পকসো আদালতের বিচারক ওই দুই অভিযুক্ত কে ৩৪১ নম্বর ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পকসো আইনের নির্দিষ্ট ধারায় ওই দুই অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্যাতিতাকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক।

Next Post

বাংলাদেশ থেকে ভারতে এসে জেল হাজতে ঠাঁই ২ বৃদ্ধার

Thu Dec 12 , 2024
বাংলাদেশের অরাজকর পরিস্থিতির জেরে বহু মানুষ পাড়ি দিচ্ছেন ভারতে। অনেকেই কাঁটাতার পেড়িয়ে বাংলায় প্রবেশ করছেন। এবারে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির জেরে কাঁটাতাড় পেরিয়ে এপারে এলেন ২ বৃদ্ধা। অবৈধ ভাবে অনুপ্রবেশের জেরে তাদের ঠাঁই হল জেলে। অর্থাৎ এপারে এসেও হলনা শেষ রক্ষা। ধর্ষণের ঘটনায় ২ জনকে ১০ বছরের সাজা জানা যায় ধৃতরা […]

আপনার পছন্দের সংবাদ