ঘটা করে আয়োজন করা হয়েছিল বিয়ের। এমনকী প্রীতিভোজে খরচ হয়েছিল লক্ষাধিক টাকা।কিন্তু দিন কয়েক পরেই উধাও নববধূ। কিন্তু চমক এখানেই শেষ নয়। কিছুদিন আগেই খোঁজ পাওয়া যায় অন্যত্র বিয়ে করেছে ওই তরুণী। এঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে বিহারের কিশানগঞ্জে।
এসএসবি-র প্রতিষ্ঠা দিবসে শিলিগুড়ি আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী
জানা গিয়েছে, কিশানগঞ্জের ধর্মগঞ্জের বাসিন্দা রাকেশ গুপ্তার সঙ্গে বিয়ে ঠিক হয় গঙ্গাবাবুচকের বাসিন্দা ইশিকার।বিজেপি যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক রাকেশ। গত ৬ ডিসেম্বর বিহারে বিয়ের আসর বসেছিল। বিয়ের পর্ব মিটতেই কনেপক্ষ স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যায়। তাঁর সঙ্গে এক বাড়িতে থাকতে আপত্তি জানান স্ত্রীর আত্মীয়রা। তখন থেকেই সন্দেহ হয়েছিল বলে দাবী রাকেশের। এমনকী কনের পরিবারের লোকেদের জমি ও টাকা দিয়েছিলো সে। প্রায় ৩৫লক্ষ টাকা তারা নিয়েছে বলে দাবী প্রতারিতের।
আটক বাংলাদেশী যুবকের ঠাঁই হলো শ্রীঘরে
অন্যদিকে পাত্রীর সঙ্গে অন্য একজনের বিয়ের ছবি দেখতে পায় রাকেশ গুপ্তার পরিবার। এনিয়ে এদিন পাত্রীর বাড়িতে যায় তারা। গোটা ঘটনায় সুরাহার দাবী জানায় রাকেশের পরিবার। তবে পাত্রীর মা জানিয়েছেন গত ৬ই ডিসেম্বর তারা শিলিগুড়িতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। তারপর থেকেই মেয়েকে খুঁজে পাচ্ছেন না তারা। যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন তিনি। বিয়ের দাবীও উড়িয়ে দিয়েছেন।
খাদান ছবি নিয়ে সাংবাদিক বৈঠকে দেব
এই ঘটনায় কিশানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে প্রতারিত পাত্র। অন্যদিকে এদিন অশান্তি হতে দেখে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস পুলিশকর্মীদের।
বাইট-দিলীপ কুমার , পুলিশ আধিকারিক