আরসিটিভি সংবাদ – ইঞ্জিন ও বগির মাঝে সংযোগকারী পিন খুলে যাওয়ার পরেও বড়সড় দুর্ঘটার হাত থেকে রক্ষা পেলো হাওড়া- ডিব্রুগড়গামী কামরূপ এক্সপ্রেস।
এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি রোড স্টেশনে। প্রায় পাঁচ ঘন্টা দাঁড় করিয়ে রেখে একটি বগিকে বাদ দিয়ে শেষে এবং এনজেপি থেকে একটি ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটিকে ডিব্রুগড়ের উদ্দেশে রওনা করানো হয়। এই ঘটনার জেরে স্টেশনে আটকে বিপাকে পরেন ট্রেনের যাত্রীরা।
আরও পড়ুন – বুনিয়াদপুরে শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে অসুস্থ ৩৪ জন শিশু
শুক্রবার সকালে হাওড়া থেকে ডিব্রুগড়গামী কামরূপ এক্সপ্রেস জলপাইগুড়ি রোড ষ্টেশনে দাঁড়ালে দেখা যায় ইঞ্জিনের সাথে বগির একটি পাইপ খুলে গিয়ে ঝুলছে। রেলের কর্মীরা দেখে ওই পাইপটি জুড়ে দেন। কিন্তু এরপরে ট্রেন চলা হলে শুরু হয় বিপত্তি।
আরও পড়ুন – রায়গঞ্জে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু !
দেখা যায় ইঞ্জিনের সাথে বগি আলাদা হয়ে যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার পরে কর্মীরা লক্ষ করেন ইঞ্জিন এবং বগির মধ্যে সংযোগকারী পিন খোলা। এরপরেই কামরূপ এক্সপ্রেস ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে এনজেপি থেকে অন্য একটি ইঞ্জিন এনে প্রায় পাঁচ ঘন্টা পর ট্রেনটিকে ডিব্রুগড়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।