আরসিটিভি সংবাদ : রাজ্যের অন্য জেলা থেকে কাজ করতে এসে শ্রমিকেরা প্রান হারালো। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন!
মঙ্গলবার সকালে ময়নাগুড়ি ব্লকের উল্লারডাবড়িতে মর্মান্তিক পথ দূর্ঘটনার পরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে এসে এই ভাবেই রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি দিলীপ ঘোষ।গত দুবছর আগে উত্তরকন্যা অভিযানে পুলিশের গুলিতে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের বাড়িতে দেখা করতে যাওয়া সহ একাধিক কর্মসুচি নিয়ে মঙ্গলবার সকালে দার্জিলিং মেলে জলপাইগুড়ি টাউন স্টেশনে নামেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুন – খেলার মাঠে বসছে মদ জুয়ার আসর !
এরপরেই বেলা বারোটা নাগাদ সোজা চলে আসেন জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে। ময়নাগুড়ির পথ দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এরপরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দিলীপ বাবু বলেন আহত এবং নিহতরা সকলেই আর্থিক দিক থেকে পিছিয়ে পরা পরিবারের।
আরও পড়ুন – জলপাইগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৩
এরা সকলেই মুর্শিদাবাদের ভগবানগোলা থানা এলাকা থেকে আসা। তবে এইরকম মানুষ শ্রমিকের কাজ করতে বাংলার বাইরে বহু গিয়েছে। দূর্ঘটনাও ঘটেছে। সেই সময় ওই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছেন। এবার এই ঘটনার দায় কে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন!