আরসিটিভি সংবাদ : মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির হানায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মহারাজ ঘাট এলাকায়।
মৃত পরীক্ষার্থীর ন অর্জুন দাস। বাবার সাথে মোটরবাইকে চেপে পরীক্ষা দিয়ে যাচ্ছিল ওই পরীক্ষার্থী। আচমকাই পথের উপর চলে আসে বুনো হাতি। রাস্তাতেই হাতি শুড় দিয়ে তুলে পিষে দেয় মাধ্যমিক পরীক্ষার্থীকে। স্থানীয় বাসিন্দা ও বনকর্মীরা অর্জুন দাসকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘ্যষনা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
আরও পড়ুন – শুরু হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষা
জানা গিয়েছে, জলপাইগুড়ি পাচিরাম নাহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র অর্জুন দাস মাধ্যমিকের আসন পরেছিল বেলাকোবা কেবলপাড়া উচ্চ বিদ্যালয়ে।বাবার সাথে মোটরসাইকেল করে বৈকুন্ঠপুর জঙ্গলের পাশের রাস্তা দিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল সে।
আরও পড়ুন – বালুরঘাটে বেহাল রাস্তার প্রতিবাদে সরব গ্রামবাসীরা
স্থানীয় সুত্রের খবর জঙ্গলের ভেতর দিয়ে কিছু দূরে যেতেই হটাৎ মোটরসাইকেলের সামনে একটি দাঁতাল হাতি চলে আসে। মোটরসাইকেল ফেলে বাবা পালাতে পারলেও অর্জুন ধরে ফেলে হাতিটি। সেখানেই তাকে পিষে দিয়ে জঙ্গলে পালিয়ে যায় দাঁতাল।