নিউজ ডেস্ক : নাবালিকা ধর্ষনের ঘটনায় এক যুবক কে ২৫ বছর কারাদন্ডের আদেশ দিলো জলপাইগুড়ি জেলা পক্সো আদালত। অভিযুক্ত যুবকের নাম তারিফুল ইসলাম (২৩)। শুক্রবার আদালতের বিচারক ইন্দুবর ত্রিপাঠি এই সাজা শোনানর পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
কিশোরীকে ঘরে ঢুকে ধর্ষণ করে খুনের চেষ্টা
অনাদায়ের আরো এক বছরের জেল। এদিন পক্সো কোর্টের বিশেষ সহকারি সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত জানান ২০২০ সালে পক্সো আইনের কিছু পরিবর্তন করার পর এই প্রথম জেলা আদালতে এই ধরনের রায় দেওয়া হলো। তিনি জানান বিচারক ওই নাবালিকা এবং তাঁর পরিবার কে ৪ লক্ষ টাকা দেবার জন্য জেলা লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন। যদিও আসামী পক্ষের আইনজীবী অভিনন্দন চৌধূরী জানান তারা উচ্চ আদালতের দারস্থ হচ্ছেন।
আরজি কর কান্ডের আবহেই বর্বরোচিত ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।
জানা গেছে এই ঘটনা গত ২০২০ সালের ১২ ডিসেম্বর জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির থানা এলাকার একটি গ্রামে ঘটে। সহকারি সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত জানান ঘটনার দিন বিকেলে এই নাবালিকা তাঁর ভাই এবং বান্ধবীদের সাথে বাড়ির কাছেই চা বাগানে চায়ের ফুল এবং পাতা তোলার জন্য গিয়ে ছিলো। সেই সময় অভিযুক্ত যুবকও বাগানে পাতা তুলছিলো। কিছুটা অন্ধকার হয়ে এলে যুবক, চা বাগান মালিক আসছে এই ভয় দেখিয়ে নাবালিকাকে অন্যদের থেকে আলাদা করে নিয়ে যায়। নাবালিকার ৮ বছরের ভাই দেখতে পায় অভিযুক্ত যুবক তাঁর দিদির মুখ চেপে ধরে বাগানের ভেতরে নিয়ে যাচ্ছে। এর পরেই সে, বাড়িতে গিয়ে ঘটনার কথা জানায় পরেই পরিবারের সদস্যরা এসে বাগানের নিকাশি নালার পাশে বিবস্ত্র এবং অজ্ঞান অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে