নিউজ ডেস্ক , ১৩ নভেম্বর : অপরিবর্তিত রইল জেলার সভাপতি ও চেয়ারপার্সন পদ । উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। উত্তর দিনাজপুর জেলার চেয়ারপার্সন পদে শচীন সিংহ রায় । সোমবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানালো তৃনমূল কংগ্রেস । আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন গঙ্গাপ্রসাদ শর্মা।
আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বারাইক। কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন পদে গিরিন্দ্রনাথ বর্মন। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভােপতি হলেন অভিজিৎ দে ভৌমিক। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়রাপার্সন পদে খগেশ্বর রায়। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি হলেন মহুয়া গোপ। দার্জিলিং (সমতল) তৃণমূল চেয়ারপার্সন অশোক চক্রবর্তী। দার্জিলিং (সমতল) তৃণমূল জেলা সভাপতি পাপীয়া ঘোষ। দার্জিলিং (পাহাড়) তৃণমূল চেয়ারপার্সন এল বি রাই। দার্জিলিং (পাহাড়) তৃণমূল জেলা সভাপতি শাম্তা ছেত্রী। দক্ষিন দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন তরফ হুসেন মন্ডল। দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল। মালদা জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন সমর মুখার্জী। মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। সোমবার প্রকাশিত হলো তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারপার্সন ও সভাপতিদের তালিকা।