স্ত্রী খুনে ফাঁসির সাজা স্বামীর

স্ত্রীকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত স্বামী। ফাঁসির সাজা ঘোষণা করলো জলপাইগুড়ি থার্ড এডিজে কোর্ট।প্রায় ৫ বছর ধরে এই মামলা চলার পর অবশেষে সাজা ঘোষণা করে আদালত।

বাবার হাতে খুন হল ছেলে! চাঞ্চল্য

২০১৯ সালের এপ্রিল মাসে শিলিগুড়ির আশিঘর অন্তর্গত চয়নপাড়া এলাকার বাসিন্দা লতা দাসের মৃতদেহ উদ্ধার হয় সেফটি ট্যাঙ্কের ভেতর থেকে।স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করে পুলিশ।ঘটনার ৭০ দিনের মাথায় চার্জশিট জমা করে পুলিশ।

ভাঁপা পিঠের পসরায় ছেয়েছে বাজার

১৯ জনের স্বাক্ষ্যগ্রহণ করা হয়।প্রায় ৫ বছর ধরে মামলা চলার পর অভিযুক্ত স্বামীকে দোষীসাব্যস্ত করে আদালত।দোষী সাব্যস্ত স্বামী গোপাল দাসের ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি তুলে ধরেন।

Next Post

বোনের বাড়িতে এসে অস্বাভাবিক মৃত্যু দাদার

Wed Dec 11 , 2024
বোনের বাড়িতে এসে অস্বাভাবিক মৃত্যু দাদার।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ ব্লকের জমিরডাঙ্গা এলাকায়।মৃত ব্যক্তির নাম দয়াল দাস (৭৬)।মৃত ব্যক্তির আত্মীয়ের অভিযোগ, সোমবার দয়াল দাস বোনের বাড়িতে ঘুরতে এসেছিলেন। স্ত্রী খুনে ফাঁসির সাজা স্বামীর সেখানে থেকে ওপর এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি।সেখানেই পূর্বের আক্রোশ বশত আত্মীয়ের প্রতিবেশীরা মিলে মারধর […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম