চিকিৎসাধীন বন্দী পালাল হাসপাতাল থেকে

একদিকে হাসপাতালে নিরাপত্তা কর্মীর নজরদারি। অন্যদিকে, পুলিশের নিরাপত্তা। এই দুইয়ের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় থাকা বিচারাধীন বন্দীর পালানোর ঘটনা ঘটলো হাসপাতাল থেকে। মঙ্গলবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে।

হুমায়ুন কবিরের প্রস্তাব প্রত্যক্ষ্যান করে মমতার পক্ষে সওয়াল ফিরহাদের

পলাতক ওই বিচারাধীন বন্দীর নাম আলয় বিশ্বাস (৩৪) । ইতিমধ্যে ঘটনার খবর হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে লিখিত ভাবে কোতয়ালী থানায় জানান হয়েছে।হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পাশিপাশি ওই বিচারাধীন বন্দীর খোঁজ খবর শুরু করা হয়েছে। জানা গিয়েছে , শিলিগুড়ি পুর কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের তারকাটা মোড় এলাকার বাসিন্দা আলয় বিশ্বাসকে গত জুলাই মাসের ৭ তারিখ পকসো আইনে ময়নাগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকে অভিযুক্ত আদালতের নির্দেশে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনারেই ছিল। চলতি মাসের ১১ তারিখ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডা: কল্যান খাঁ জানান, সার্জিক্যাল ওয়ার্ড থেকে পালিয়েছে ওই বিচারাধীন বন্দী।

Next Post

অতিরিক্ত চোলাই মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল একজনের

Tue Nov 19 , 2024
অতিরিক্ত চোলাই মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল একজনের। অসুস্থ আরও ১ । সোমবার বিকেলে তুফানগঞ্জ মহকুমার বক্সিরহাট থানার বারকোদালি-১ গ্রাম পঞ্চায়েতের নেতাজি ইটভাটা এলাকার ঘটনা। মৃতের নাম চক্রধর মান্তা ( ৫৫)। চিকিৎসাধীন বন্দী পালাল হাসপাতাল থেকে চিরঞ্জীত বর্মন নামে আরো এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম