নিউজ ডেস্কঃ ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা। নির্যাতিতার পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন করার চেস্টা করা হয়েছে ওই নাবালিকাকে।
আরজি কর কান্ড নিয়ে বড়সড় সিদ্ধান্ত বিধায়ক কৃষ্ণ কল্যাণীর
তার পরিবার সূত্রে খবর ,ওই নাবালিকা পঞ্চম শ্রেনীর ছাত্রী। বুধবার রাতে নিজের ঘরে পড়াশোনা করছিল ওই নাবালিকা।পড়াশোনা শেষে নিজের ঘরেই শুয়ে পড়ে সে। রাত্রি ১টা নাগাদ হঠাৎ মেয়ের চিৎকারে জেগে ওঠেন নাবালিকার মা। ঘটনার পর নাবালিকার মা ঘরে ঢুকতে গেলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নাবালিকার মা কে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ। এরপরই ঘরে ঢুকে নাবালিকাকে অচৈতন্য অবস্থায় দেখতে পায় তার মা।
আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে স্বাস্থ্যভবন অভিযান করেন চিকিৎসকেরা
ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। ঘটনার পর প্রথমে নাবালিকাকে রশিদপুর গ্রামীণ হাসপাতাল ও পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে চলছে নাবালিকার চিকিৎসা। ঘটনায় নাবালিকাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগ তুলে সরব হয়েছেন নাবালিকার পরিবার।
আরজি কর কান্ডের আবহেই বর্বরোচিত ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়েমহাকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য কী জানিয়েছেন শোনাব আপনাদের৷
এ বিষয়ে আরও বিস্তারিত জানুনঃ