রাজ্যের ১১ জেলার জেলা শাসক পরিবর্তন

রাজ্যের ১১ জেলার জেলা শাসক পরিবর্তন

নিউজ ডেস্ক , ১২ সেপ্টেম্বর : মঙ্গলবার এই রদ বদলের নির্দেশিকা জারি হয়। উত্তর ২৪ পরগনার জেলা শাসক ডঃ প্রীতি গোয়েল হলেন দার্জিলিংয়ের জেলা শাসক। দার্জিলিংয়ের জেলা শাসক শ্রী পোন্নমবালাম হলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক। 

কালিম্পংয়ের জেলা শাসক পদে বালাসুব্রম্ভণ্যম টি। কালিম্পংয়ের জেলা শাসক আর বিমলা হলেন আলিপুরদুয়ারের জেলা শাসক। আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্রকুমার মীনা হলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক। উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মীনা হলেন কোচবিহারের জেলা শাসক। কোচবিহারের বর্তমান জেলা শাসককে বদলি করা হয়েছে অর্থ দপ্তরে। উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক শামা পারভিনকে করা হয়েছে জলপাইগুড়ির জেলা শাসক। মন্ত্রীসভার রদবদলের পর এবার জেলা শাসক পদেও রদবদল। 

Next Post

বুধবার কি গ্রেপ্তার হবেন অভিষেক বন্দোপাধ্যায় ?

Tue Sep 12 , 2023
নিউজ ডেস্ক , ১২ সেপ্টেম্বর  : ১৩ সেপ্টেম্বর অভিষেক বন্দোপাধ্যায়কে তলব ইডি র। ১৩ সেপ্টেম্বর ইডি ডাকে সাড়া দিয়ে হাজিরা দেবেন অভিষেক বন্দোপাধ্যায়। ১৩ সেপ্টেম্বর বেলা ১১ টায় কলকাতায় ইডি দপ্তরে হাজিরার নির্দেশ। ইডি র চিঠি পেয়ে বুধবার ইডি দপ্তরে যাবেন অভিষেক বন্দোপাধ্যায়। কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দোপাধ্যায়কে তলব […]

আপনার পছন্দের সংবাদ