অনন্ত মহারাজের বাড়িতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি রাজ্যসভার সাংসদের বাড়ির অন্দরমহলে নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের মুখোমুখি মমতা। নেপথ্যে কোচবিহারের কোন সমীকরণ? লোকসভা নির্বাচনে নিশীথের হাত থেকে জমি পুনরুদ্ধারের পর সংগঠনে জোর দিয়েছে তৃণমূল। আর তার মধ্যেই অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া রাজনৈতিক দিক থেকে যথেষ্টই গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, সোমবারই রাঙাপানি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিপর্যয়ের পর রেলের পরিষেবা নিয়ে মুখ খুলেছিলেন অনন্ত মহারাজ। যদিও দলের বিরুদ্ধে মুখ খোলা তাঁর শুরু হয়েছে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে থেকেই। প্রার্থী ঘোষণা হতেই বেসুরো হয়েছিলেন তিনি।
অনন্ত মহারাজের বাড়িতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
