নিউজ ডেস্ক : চার বছরে এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল ৫০ বছরের এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম রশিদ আলী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটার মাতাল হাট এলাকায়। গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ওই শিশু। ইতিমধ্যে এই ঘটনায় দিনহাটা মহিলা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
আরও দেখুন – বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়েদের নিঃশুল্ক পাঠদান কর্মসূচি
ঘটনার তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। জানা গেছে, প্রায় দু সপ্তাহ আগে ওই শিশু ও তার মা তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। এরপর বিকেলে বাড়ির সামনে গাছের নিচে খেলছিল শিশুটি। কিছুক্ষণ পর বাড়ির লোক লক্ষ্য করেন শিশুটি অস্বাভাবিক আচরণ ও কান্নাকাটি করছে। সেই সময় অভিযুক্ত ব্যক্তি রশিদ আলী সেখানেই ছিল এবং বাড়ির লোক দেখতে পায় শিশুটির গোপনাঙ্গ দিয়ে প্রচন্ডভাবে রক্ত ঝরছে। এ ব্যাপারে অভিযুক্ত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে কোন উত্তর না দিয়েই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় সে।
আরও দেখুন – ইলিশের দাম শুনে ঢোঁক গিলছেন আম জনতা
এরপর গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হাসপাতালে । এই ঘটনার পরেই পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ওই ব্যক্তির নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে দিনহাটা মহিলা থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ।