রহস্যজনকভাবে গুলিবিদ্ধ এক বি এস এফ জওয়ান। ঘটনায় তীব্র চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে। জানা গিয়েছে বছর চব্বিশের জখম ওই জওয়ানের নাম রাহুল সিং। তিনি বিএসএফের ১৭ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পদে হিলি সীমান্তের গোবিন্দপুর বিওপি তে কর্মরত।
নিয়ম মেনে ধান ক্রয় না করলে ব্যবস্থা
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোবিন্দপুর সীমান্তে পাহারা দেওয়ার সময় অসাবধনতার জেরে নিজের সার্ভিস রাইফেল থেকে আচমকা গুলি বেরিয়ে যায়। সেই গুলি পেছনে কোমড়ের উপর দিয়ে পেটের সামনে দিয়ে ফুঁড়ে বেরিয়ে যায়। গুলির আওয়াজ পেয়ে তড়িঘড়ি গুরুতর জখম রাহুল সিং নামে ওই জওয়ানকে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন তাঁর সহকর্মীরা। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে রেফার করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর।