শিলিগুড়িতে পুলিশের জালে ধরা পড়ল গেল মাদক পাচারকারীরা।শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশের কাছে রাতে খবর আসে, শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস হয়ে একটি পিকআপ ভ্যানে নিষিদ্ধ কাপ সিরাপ পাচার হচ্ছে।
৪৮ ঘণ্টার মধ্যেই মন্দিরে চুরি কান্ডের কিনারা পুলিশের
সেই খবর পাওয়া মাত্রই পুলিশ এবং এন্টি ক্রাইম উইং এর পুলিশ অভিযানে নেমে মাদক পাচারকারীদের পাকড়াও করে।উদ্ধার হয় নিষিদ্ধ কাপ সিরাপের প্রচুর বোতল। তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় ওই পিক আপ ভ্যানের চালকসহ আরো ৩ জনকে।ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম নজরুল ইসলাম,কৃষ্ণ দাস এবং বাপি পাল।ধৃতদের মধ্যে মোহাম্মদ নজরুল ইসলাম আসামের বাসিন্দা।
স্যান্টাক্লজ ফিরিয়ে দিল খোয়া যাওয়া মোবাইল
কৃষ্ণ দাস শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার বকরাভিটার বাসিন্দা এবং বাপি পাল শিলিগুড়ির পরেশ নগর অর্থাৎ ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা।ধৃতরা এই মাদক শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যেই আনছিল বলে জানা গিয়েছে।