ভ্যালেন্টাইন ডে ' র প্রাক্কালে পড়ল পোস্টার!!বাড়ছে রহস্য

ভ্যালেন্টাইন ডে ‘ র প্রাক্কালে পড়ল পোস্টার!!বাড়ছে রহস্য

আগামীকাল প্রেমের দিবস। আর এই প্রেমের দিবসের আগেই জনৈক রোহনের উপর ক্ষুব্ধ তার প্রিয়জন। শিলিগুড়ি কলেজের পেছনে একাধিক জায়গায় লাগানো রয়েছে রোহনের বিরুদ্ধে পোস্টার। তবে কে এই রোহান সে নিয়ে শুরু হয়েছে জল্পনা।

মারণ রোগকে জয় করে নতুন করে জীবন শুরু করতে চলেছেন হিনা খান? জানুন বিস্তারিত….

আর কেনই বা পড়ল রোহানের বিরুদ্ধে পোস্টার? পোস্টারে লেখা রয়েছে,” রোহন তুমি আমাকে প্রেমে আঘাত দিয়েছো, সে কারণেই আমি তোমার ছবি ভাইরাল করে দিলাম”। আবার সেখানে রোহানের ছবি দেখার জন্য দেওয়া হয়েছে একটি বার কোড। অনেকেই উৎসাহিত হয়ে বার কোডটি স্ক্যান করতে শুরু করে।

‘মহামণ্ডলেশ্বর’ পদ থেকে বহিস্কৃত মমতা কুলকার্নি! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন অভিনেত্রীর বিরুদ্ধে! জানুন বিস্তারিত….

আর বার কোডটি স্ক্যান করতেই বেরিয়ে আসছে একটি whatsapp বিজনেস একাউন্ট। যেখানে রয়েছে নানান ধরনের ফুলের ছবি ও মূল্য, তার সঙ্গে বেরিয়ে আসছে একটি ফোন নাম্বার। তবে এই নাম্বারটি কার সে বিষয় নিয়ে এখনো কিছু জানা যায়নি। তবে উৎসাহিত হয়ে বার কোড স্ক্যান করে ছবি দেখতে না পেরে অনেকেই পোস্টারটি ছিড়ে ফেলেছে। তবে এই বিষয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান গুজব। আদেও কি রয়েছে এর পেছনে রহস্য তা জানা যায়নি। এ ঘটনা শুধুই কি নিছক মজা, নাকি রয়েছে কোন অন্য রহস্য তা এখন জানা যায়নি ।

 

Next Post

মোদি-ট্রাম্প বৈঠকে কি কি আলোচনা হল? জানুন বিস্তারিত....

Fri Feb 14 , 2025
আমেরিকা সফরে মোদি বৃহস্পতিবার থেকেই সব মহলের নজর ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( pradhan mantri narendra modi ) আমেরিকা সফরের দিকে। দ্বিতীয়বার ট্রাম্প মার্কিন মসনদে বসার পর অর্থাৎ প্রেসিডেন্ট ( markin president trump ) হওয়ার পর প্রথমবার আমেরিকা সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( narendra modi )। ভারতীয় […]

আপনার পছন্দের সংবাদ