স্যান্টাক্লজ ফিরিয়ে দিল খোয়া যাওয়া মোবাইল

বড়দিন উৎসবের মাঝে স্যান্টাক্লজ ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন। শুনতে একটু অবাক লাগছে নিশ্চয়ই! এমনই এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ। বুধবার ২৫শে ডিসেম্বর বড়দিনের উৎসবে মেতে উঠেছেন সকলেই।

বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়

এই বিশেষ দিনে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত পুলিশ সুপারের দফতরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত দিনে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া কয়েকটি মোবাইল ফোন উদ্ধারের পর তা তুলে দেওয়া হয় প্রকৃত মালিকের হাতে। যেখানে উপস্থিত হন স্যান্টাক্লজ। তার হাত দিয়েই জিনিসগুলি ফিরিয়ে দেওয়া হয়।

বড়দিনে সর্বধর্ম সমন্বয়ে উপচে পড়া ভীড় চার্চে

মোবাইল ফোন যাতে হারিয়ে বা চুরি হয়ে না যায় তার জন্য মানুষকে সতর্ক থাকতে অনুরোধ জানান পুলিশ সুপার মহঃ সানা আখতার।মোবাইল প্রাপক আদেশ মাহাতো বলেন, ২০২১ সালের ডিসেম্বর মাসে মোবাইলটি হারিয়ে গিয়েছিল তার। পুলিশ সুপারের দফতর থেকে ফোন পেয়ে তিনি মোবাইলটি নিতে এসেছেন। পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Next Post

৪৮ ঘণ্টার মধ্যেই মন্দিরে চুরি কান্ডের কিনারা পুলিশের

Thu Dec 26 , 2024
৪৮ ঘণ্টার মধ্যেই মন্দিরে চুরি কান্ডের কিনারা করল হেমতাবাদ থানার পুলিশ। বুধবার রাতে রায়গঞ্জের কর্ণজোড়া থেকে গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল রামকৃষ্ণ সরকার ও গোলাম রহমান। রামকৃষ্ণের বাড়ি রায়গঞ্জের উদয়পুরে। বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায় গোলাম রায়গঞ্জের সুভাষগঞ্জের বাসিন্দা। বৃহস্পতিবার তাদের রায়গঞ্জ জেলা আদালতে […]

আপনার পছন্দের সংবাদ