ফের বাংলাদেশে মহিষ পাচারের ছক বানচাল করল বিধাননগর থানার পুলিশ। ৯০ টি মহিষ সহ গ্রেফতার দুই পাচারকারী । মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে নাকা তল্লাশি করার সময় দুটি কন্টেনার গাড়িকে আটক করে পুলিশ। তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় মহিষ।
প্রকাশ্যে মহিলার টাকা ভর্তি ব্যাগ ছিনতাই দুষ্কৃতিদের
গাড়ির চালকের কাছে মহিষগুলোর বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে গাড়ি চালককে গ্রেফতার করা হয় এবং গাড়ির ভেতরে থাকা মহিষগুলিকে খোয়ারের পাঠানো হয়।পাশাপাশি কন্টেনার গাড়িটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।