পুষ্পা ছেত্রী খুনে অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত

কিছুদিন আগেই শিলিগুড়ি শহর পুষ্পা ছেত্রীর খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল।পুষ্পা ছেত্রী খুনের ঘটনায় তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ এর আগে তিনজনকে গ্রেফতারও করেছিল।এবার অবশেষে গ্রেফতার হল মূল অভিযুক্ত।

অভিনব কৌশলে প্রৌঢ়ের গলা থেকে সোনার মালা ছিনতাই

এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত অরুণ প্যাটেলের স্ত্রীকেও গ্রেফতার করে পুলিশ।কিন্তু অরুণ প্যাটেল পলাতক ছিল।জানা গিয়েছে অরুণ প্যাটেল সামরিক বাহিনীতে কর্মরত।আর সে ক্ষেত্রেই সরকারি সমস্ত নিয়মকানুন মেনে অবশেষে পুষ্পা ছেত্রী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত অরুণ প্যাটেল কে পাঞ্জাব থেকে গ্রেপ্তার করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ।

অভিনব কৌশলে প্রৌঢ়ের গলা থেকে সোনার মালা ছিনতাই

জানা গিয়েছে,শিলিগুড়ি সেবক রোডের একটি দোকানে কাজ করতো পুষ্পা ছেত্রী।সেই সূত্রেই পরিচয় হয় তার অরুণ প্যাটেলের সাথে।সূত্রের খবর অরুণ প্যাটেল এবং তার স্ত্রী ষড়যন্ত্র করে সুপারি কিলারকে দিয়ে পুষ্পা ছেত্রীকে খুন করে।

Next Post

শহরের বুকে অ্যাসিড হামলায় আহত যুবক, গ্রেফতার ১

Sat Dec 21 , 2024
রায়গঞ্জ শহরের বুকে অ্যাসিড হামলার ঘটনায় চাঞ্চল্য। বেপরোয়া মোটর বাইক চালানোর প্রতিবাদ করায় অ্যাসিড হামলার শিকার এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের তুলশীতলা এলাকায় স্পোর্টস ক্লাবের ময়দানে। আক্রান্তেন নাম সঞ্জয় গোয়ালা। পুষ্পা ছেত্রী খুনে অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম