দোলনায় উঠে রিলস ও সেলফি তোলার জেরে দুর্ঘটনা ৷ দূর্ঘটনায় আহত হয়েছেন এক মহিলা ও কিশোরী৷ ঘটনাটি ঘটেছে বারুইপুরের মিলন মেলায় ৷ বুধবার রাতে ঘটে এই দুর্ঘটনা৷ সাথে সাথেই তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷
বিয়ে করে পালাল স্ত্রী, বিক্ষোভ পাত্রের
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷বারুইপুরের নিউ ইণ্ডিয়ান মাঠে একমাস ব্যাপী চলছে মিলন মেলা ৷ প্রতিদিনই এই মেলায় ভিড় জমান অংসখ্য মানুষ ৷ বারুইপুরেরই বাসিন্দা লক্ষ্মী রায় ও প্রতিবেশী কিশোরী আজমিরা তারা পরিবারের অন্যান্যদের সাথে এসেছিলেন মিলনমেলায় ৷
প্রতারনার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল ছাত্র নেতা
পরিবারের অন্যান্যরা না উঠলেও তারা উঠেছিলেন নাগরদোলায়৷ মেলা কতৄপক্ষের দাবি নাগরদোলা চলাকালীন তারা মোবাইলে রিলস বানানোর চেষ্টা করছিলেন ৷ তার জেরেই সামনে থাকা রড কোনভাবে খুলে যায় ও উপর থেকে নীচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে ৷ ঘটনায় মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠছে ৷ যদিও তা অস্বীকার করেছেন তারা ৷ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ৷