বেসরকারী বাস থেকে উদ্ধার হল প্রচুর কচ্ছপ।ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার পুলিশ। বংশীহারি থানার জোরদীঘি এলাকা থেকে উদ্ধার হয় কচ্ছপগুলি। রবিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়।
জঙ্গি সন্দেহে ধৃতকে তুলে দেওয়া হলো কাশ্মীর পুলিশের হাতে
জানা গেছে ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশের সুলতানগঞ্জে। তাদের মধ্যে রয়েছে দুই মহিলা ও এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের সুলতানগঞ্জ থেকে এক ব্যক্তি সহ দুজন মহিলা এদিন সকালে ডালখোলা থেকে গঙ্গারামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।বাসটি যাচ্ছিল শিলিগুড়ি থেকে বালুরঘাটের দিকে। কিন্তু জোরদিঘী এলাকায় বাসের ভেতরে থাকা যাত্রীরা কচ্ছপ পাচারের বিষয়টি বুঝতে পেরে পাচারকারীদের বাস থেকে নামিয়ে দেন।
পুলিশি তৎপরতায় গ্রেপ্তার অপহরণকারী, সাংবাদিকদের মুখোমুখি মালদা জেলা পুলিশ সুপার
সেই খবর চাউর হতেই জোরদিঘি এলাকার বাসিন্দারা খবর দেয় বংশীহারী থানার পুলিশকে। প্রথমে বংশীহারী থানার পুলিশ কচ্ছপ সহ পাচারকারী তিনজনকে নিয়ে যায় বংশীহারী থানায়। পরে বংশীহারী থানার পুলিশ ১০৩ টি কচ্ছপ ও পাচারকারীদের তুলে দেয় বনদপ্তরের হাতে। এরপরে বনদপ্তর পাচারকারী তিনজনকে গঙ্গারামপুর মহাকুমা আদালতে পেশ করে।