কেন্দ্রীয় ক্যাবিনেটে পাশ হয়ে গেল এক দেশ এক ভোট প্রস্তাব!বৃহস্পতিবার এক দেশ এক নির্বাচনের প্রস্তাবে সায় দিয়েছে মোদির মন্ত্রিসভা। সংসদের চলতি অধিবেশনেই এই মর্মে বিল পেশ করতে চলেছে মোদি সরকার।
রিলস বানতে গিয়ে দূর্ঘটনা,আহত ২
সরকার পক্ষের দাবি, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বিপুল অঙ্কের খরচ হয়ে থাকে, তা অনেকটাই কমে যাবে।আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদ অধিবেশন।কেন্দ্রের এক দেশ এক নির্বাচনের তীব্র বিরোধিতায় বিরোধীরা।কেন্দ্রের এক দেশ এক নির্বাচনের বিরোধীতা প্রথম থেকেই করে আসছে তৃণমূল কংগ্রেস।দেশে পাঁচ বছর অন্তর ভোট হয় মানুষের আস্থা-অনাস্থাকে মাথায় রেখেই।
প্রতারনার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল ছাত্র নেতা
এক দেশ এক ভোট চালু হলে তো গণতান্ত্রিক প্রক্রিয়া থেকেই দেশ সরে আসবে বলে মত সিপিআইএমের।কংগ্রেসও ‘এক দেশ এক নির্বাচনে’র চূড়ান্ত বিরোধী।রাজ্য এবং কেন্দ্রের ভোট একসঙ্গে হলে বিধানসভা ভোটের চরিত্র নষ্ট হতে পারে বলে আশঙ্কা বিরোধীদের।