কলকাতার বুকে জঙ্গি হানা।সাতসকালে ভিআইপি প্রাতঃ ভ্রমনকারীকে ভিক্টোরিয়া চত্বরে ঘিরে ফেলেছে ৮ জঙ্গি।ভিক্টোরিয়ার মেমোরিয়ালের ভিতর থেকে বাইরের কন্ট্রোলরুমে ওয়াকিতে খবর আসতেই পরে যায় হুড়োহুড়ি।দ্রুত খালি করে দেওয়া হয় ভিক্টোরিয়া এলাকার আশপাশ।বন্ধ করে দেওয়া হয় ভিক্টোরিয়ার টিকিট কাউন্টার।
বাইপাস চালু হওয়ায় ক্ষতির মুখে শহরের গ্যারেজ ব্যবসা
ভিক্টোরিয়ায় সাধারনের প্রবেশে জারি করে দেওয়া হয় নিষেধাজ্ঞা।কিছুক্ষনের মধ্যেই ভিক্টোরিয়ার মাঠের সাউথ গেট দিয়ে ঢুকল সেনা। বাইরে পজিশন নিল CISF!শুরু হল অপারেশন।প্রায় আধ ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশন।সেই অপারেশনে নিরস্ত্র করা হল সব জঙ্গিকে। নাছোড় দুই জঙ্গি একটি শ্বেতপাথরের মূর্তির আড়ালে তখনও এমনভাবে লুকিয়ে ছিল যে সেখানে পৌঁছনোই যাচ্ছিল না। শেষে সাপের মতো সন্তর্পণে মাটি কামড়ে তাদের দিকে ক্রমশ এগিয়ে গেলেন দুই সেনা জওয়ান।
অবশেষে তাদেরও নতি স্বীকারে বাধ্য করা হল।বৃহস্পতিবার সকালে ভিক্টোরিয়ায় এমন সেনা অভিযানে হতচকিত হয়ে পরেন সাধারন মানুষ।তবে মূহূর্তের সেই ঘোর ভাঙলো সেনা কর্তার ঘোষনায়।না,আসলে ঘটনাটা মোটেই তেমন কিছু নয়।গোটা ব্যাপারটাই ছিল একটা মক ড্রিল বা মহড়া। সেনা কর্তার সেই ঘোষনায় ফিরল স্বস্তি। জানা গিয়েছে, আর্মি, নেভি এবং সিআইএসএফ যৌথ ভাবে চালাল এই মক ড্রিল।