নিউজ ডেস্ক , ১১ ডিসেম্বর : শহর কলকাতাতেও আয়কর দফতরের অভিযান। সোমবার সকালে আয়কর হানা কলকাতায়।এদিন সকালে প্রাক্তন IFA সচিব উৎপল গাঙ্গুলির বাড়িতে হানা দেন আয়কর আধিকারিকরা।
বেআইনি পার্কিং রুখতে অ্যাপ চালু কলকাতা পুরসভার
মূলত,দেশের বিভিন্ন প্রান্তে বৈদেশিক মদ প্রস্তুতকারী কিছু সংস্থায় আয়কর দপ্তর হানা দিয়েছেন এবং তল্লাশি অভিযান করছেন। এরই মাঝে কলকাতায় উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান আয়কর আধিকারিকরা। সূত্র মারফত জানা যাচ্ছে, বিদেশী মদ প্রস্তুতকারী সংস্থার আর্থিক নয়ছয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা। আয় বহির্ভূত সম্পত্তির সন্ধানেই চলছে তল্লাশি।
প্রসঙ্গত ঝাড়খণ্ডের ছটি জায়গায় এবং উড়িষ্যার দুটি জায়গা মিলিয়ে মোট আটটি জায়গায় আয়কর আধিকারিকরা একযোগে তল্লাশি চালান। ঝাড়খন্ড এ কংগ্রেসের রাজ্যসভার সাংসদের বাড়ি ও অফিস থেকে প্রায় ৩৫১ কোটি টাকা উদ্ধার করেছে আয়কর আধিকারিকরা।এই ঘটনায় সংসদের বাইরে কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি সাংসদরা।