উৎসবের মরশুমে পকেটে ছ্যাঁকা আমজনতার। বৃদ্ধি পেল পেট্রোল ডিজেলের মূল্য

উৎসবের মরশুমে পকেটে ছ্যাঁকা আমজনতার। বৃদ্ধি পেল পেট্রোল ডিজেলের মূল্য

নিউজ ডেস্ক , ৯ অক্টোবর : উৎসবের মরশুমে শনিবার রেকর্ড হারে বৃদ্ধি পেল জ্বালানির মূল্য, ফলে মাথায় হাত আম জনতার। এই নিয়ে পরপর পাঁচ দিন কলকাতায় দাম বাড়ল পেট্রোল-ডিজেলের।

চতুর্থীতে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ২৯ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ৩৫ পয়সা। শনিবার কলকাতায় পেট্রোলের নতুন দাম লিটার প্রতি ১০৪ টাকা ৫২ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটারে ৯৫ টাকা ৫৮ পয়সা। রাজধানী দিল্লিতে লিটার প্রতি ৩০ পয়সা বেড়ে পেট্রোলের নতুন দাম ১০৩ টাকা ৮৪ পয়সা। দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৪৭ পয়সা। মুম্বইতে প্রতি লিটার পেট্রোলে দাম বেড়েছে ২৯ পয়সা। পেট্রোলের নতুন দাম ১০৯ টাকা ৮৩ পয়সা। মুম্বইয়ে লিটার প্রতি ডিজেলের নতুন দাম ১০০ টাকা ২৯ পয়সা। ডিজেলে দাম বেড়েছে লিটার প্রতি ৩৭ পয়সা। চেন্নাইয়ে ২৬ পয়সা বেড়ে লিটার প্রতি পেট্রোলের নতুন দাম হয়েছে ১০১ টাকা ২৭ পয়সা। শনিবার চেন্নাইয়ে এক লিটার ডিজেলের দাম ৯৬ টাকা ৯৩ পয়সা। দাম বেড়েছে ৩৩ পয়সা। উত্‍সবের মরসুমে ছ্যাঁকা দিচ্ছে পেট্রোপণ্যের দাম। একদিকে রান্নার গ্যাসের দাম একশোর গণ্ডী পেরিয়ে এবার হাজার টাকার দিকে এগোচ্ছে। তারমধ্যে প্রায় রোজই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। তার সাথে তাল মিলিয়ে বৃদ্ধি পাচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। তাই আনন্দের মাঝেও বিষাদের সুর মধ্যবিত্তের গলায়।

Next Post

সেরার শিরোপা ছিনিয়ে নিল হেমতাবাদ শিক্ষকপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি

Mon Oct 11 , 2021
হেমতাবাদ , ১১ অক্টোবর :   শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসব। গত বছর থেকে করোনা আবহে পুজোর আয়োজন করা হলেও থিমের অভিনবত্বে দর্শকদের আকর্ষণ করতে পুজো উদ্যোক্তাদের চেষ্টায় একফোঁটাও ভাটা পড়েনি। সেরার সেরা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ পুজো কমিটিগুলি। থিমের অভিনবত্ব দিয়ে মানুষের মন জয়ের চেষ্টা। আর এই […]

আপনার পছন্দের সংবাদ