এসএসকেএমে টিউমার অপারেশন মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক , ২৯ ডিসেম্বর : ডান কাঁধে টিউমার ধরা পরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।শুক্রবার সেই টিউমার অপারেশন হলো কলকাতার এসএাকেএম হাসপাতালে।এদিন বিকালেই এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

ডাকাতির ঘটনায় থানায় প্রতিবাদ ব্যবসায়ী সংগঠনের

হাসপাতাল চত্বরে সাংবাদিকদের দেখে মুখ্যমন্ত্রী বলেন তিনি রুটিন চেক আপে এসেছেন।তিনি সম্পূর্ন সুস্থ রয়েছেন বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর মুখ্যমন্ত্রী সেজা রওনা দেন উডবার্ন ওয়ার্ডের পথে।সেখানে ইসিজি,এক্সরে করা হয় মুখ্যমন্ত্রীর শরীরে।সোময় মুখ্যমন্ত্রীর ডান কাঁধে টিউমার ধরা পরায় তৎক্ষানৎ মুখ্যমন্ত্রীর ডান কাঁধে ছোট অপারেশন করেন চিকিৎসকেরা।

শিক্ষিকাকে হেনস্থা, অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে

এসএসকেএম হাসপাতালে ডিরেক্টর মনিময় বন্দোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথা জানান এবং মুখ্যমন্ত্রীকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে,মুখ্যমন্ত্রী বাড়ি ফিরে গিয়েছেন বলে জানান এাএসকেএম হাসপাতালের ডিরেক্টর।

Next Post

একই ভোটারের নাম দুই রাজ্যে, তদন্তে প্রশাসন

Wed Jan 3 , 2024
নিউজ ডেস্ক , ৩ জানুয়ারি : নির্বাচন এবং দূর্নীতি যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। স্থানীয় কিংবা জাতীয় স্তরে যেকোন নির্বাচনেই দূর্নীতির অভিযোগ আনে শাসক বিরোধী উভয়পক্ষই। এমনকী বিভিন্ন নির্বাচনে ছাপ্পাভোটের বিস্তর অভিযোগ এলেও, ভোটশেষে তা নিয়ে প্রশাসনকে বিশেষভাবে সক্রিয় হতে দেখা যায়না কোনবারেই। এসএসকেএমে টিউমার অপারেশন মুখ্যমন্ত্রীর তবে এবারে নির্বাচনে ঘটে […]

আপনার পছন্দের সংবাদ