নিউজ ডেস্ক: চিকিৎসায় গাফিলতির অভিযোগে শিশু মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল৷ প্রতিবাদে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় মৃত রোগীর আত্মীয় পরিজনেরা। জানা গিয়েছে বালুরঘাটের পতিরাম ধামে শিবমন্দিরে জল ঢালতে গিয়ে টোটোর ধাক্কায় গুরুতর আহত হয় ৯ বছরের এক শিশু। মৃত শিশুটির নাম শিবম শর্মা। বাড়ি বালুরঘটের রঘুনাথপুরে।
আরও দেখুন – আরজিকর কাণ্ডে পড়ুয়া আন্দোলনের চাপে ইস্তফা দিলেন হাসপাতালের অধ্যক্ষ
সোমবার সকালে পতিরামের মাঝিয়ান এলাকায় শিবের মাথায় জল ঢালতে গিয়ে টোটোর ধাক্কায় গুরুতর জখম হয় সে। তড়িঘড়ি তাকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে দু’ঘণ্টা পরও চিকিৎসক আসেনি বলে অভিযোগ। ফলে কার্যত বিনা চিকিৎসায় ওই আহত শিশু মৃত্যুর কোলে ঢোলে পড়ে বলে অভিযোগ৷ ঘটনার প্রতিবাদে হাসপাতালের ওয়ার্ডে ভাঙচুর চালায় রোগীর ক্ষুব্ধ পরিবারের লোকেরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে সরব হয়েছে মৃত রোগীর পরিবার। অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের৷