নিউজ ডেস্ক : আরজিকর মেডিক্যাল কলেজে কর্তব্যরত পিজিটি দ্বিতীয় বর্ষের চিকিৎসক তরুনী হত্যাকান্ডের ঘটনার জেরে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের আন্দোলন অব্যাহত।তাদের আন্দোলনরত স্থানে শুরু হয়েছে স্টেজ বানানোর কাজ। আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চলেছেন ডাক্তারী পড়ুয়ারা।
আরও দেখুন – একের পর এক দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত পথকুকুরের দল
হাউস স্টাফ চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে,তাদের দাবী পূরন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন তারা।অবিলম্বে ঘটনাস্থল সংলগ্ন এলকারা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবী জানিয়েছেন তারা।রবিবারও আরজিকর মেডিক্যাল কলেজ চত্বরে বিক্ষোভ কর্মসূচী চালিয়ে যান ডাক্তারী পড়ুয়ারা।এদিকে আরজিকর মেডিক্যাল কলেজের ঘটনার জেরে বদলি করা মেডিক্যাল কলেজ ও হাপসাতাল সুপার সঞ্জয় বশিষ্ঠকে।নয়া সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে বুলবুল মুখোপাধ্যায়কে।হাসপাতাল সুপারকে সরানো হলেও মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে না সরানোয় ক্ষুব্ধ জুনিয়ার ডাক্তাররা।এদিকে আরজিকরের ঘটনায় জড়িতর ফাঁসির দাবি জানালেন রাজ্যের পুর ও নগর উম্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিমের।এমন ঘটনা ন্যক্করজনক বলে ব্যাখ্যা করেন তিনি।