নিউজ ডেস্কঃ জমি বিবাদকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে মৃত্যু হল এক প্রৌঢ়ের। বুধবার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কমলাগাঁও সুজালী এলাকায়।
লরি থেকে তেল চুরির চেষ্টা, ধৃত ৪
মৃত ওই প্রৌঢ়ের নাম মজিবর। দীর্ঘদিন ধরে এলাকার এক জমির মালিকানা নিয়ে মজিবরের সঙ্গে গন্ডগোল চলে আসছিল এলাকার শাসকদলের পঞ্চায়েত সদস্যা হোসনেয়ারা বেগমের স্বামী ফরাজুলের।
কলকাতায় হদিশ মিলল সেক্সটরশন চক্রের
বুধবারও সেই জমিতে চাষ করতে গেলে গন্ডগোল বাধে দুপক্ষের।সেই গন্ডগোল চলাকালীন লাঠির আঘাতে মজিবরের মৃত্য হয় বলে দাবী।ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ফরাজুল ও তার সঙ্গীদের বিরুদ্ধে।যদিও জখম মজিবরকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে জানায়। গন্ডগোলের খবর পেয়ে এলাকায় আসে ইসলামপুর থানার পুলিশ। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ছাত্রী খুনে চাঞ্চল্য, পথ অবরোধ পরিজনদের
অন্যদিকে এলাকার জেলা পরিষদ সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা জাহিদুল ইসলাম জানিয়েছেন ,ওই জমিটি আদতে খাস জমি।সেই জমি নিয়ে পারিবারিক বিবাদে মৃত্যু হয়েছে একজনের।এঘটনার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে আরও জানুন :-