নিউজ ডেস্ক : কলকাতায় হদিশ মিলল সেক্সটরশন চক্রের। রাজারহাট থানা এলাকার বসিনা মানিকতলায় বিলাস বহুল বাড়িতে এমনই চক্রের হদিশ পেল পুলিশ। বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ওই বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালায়। বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে চালানো হয় বাড়িটিতে।পুলিশ সূত্রে খবর, এই চক্র বিভিন্ন মানুষদের অশালীন অবস্থায় ভিডিও কল করতো।
আরও দেখুন – একুশের সমাবেশকে সফল করতে কলকাতা মুখি দলীয় নেতা কর্মীরা
সেই ভিডিও কলের স্কিনশট তুলে তা দিয়ে ব্ল্যাক মেল করতো।একাধিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বিধাননগর কমিশনারেটের পুলিশ ওই বাড়িটিতে হানা দেয়। বাড়িটিতে আচমকা তল্লাশি চালিয়ে প্রতারণা চক্রের পর্দাফাঁস করে পুলিশ।পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৩০টির মতো সিম বক্স, বিপুল পরিমাণ সিম কার্ড, এটিএম কার্ড, পাস বুক।মিলেছে একাধিক মোবাইল ফোন। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ ক্যামেরাও। ভিডিও কলের মাধ্যমে নগ্ন ছবি দেখিয়ে টাকা আদায়ের প্রতারণা চক্র এই বাড়ি থেকে চালানো হত বলেই প্রাথমিক তদন্তে প্রায় নিশ্চিত তদন্তকারীরা। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চার মহিলা-সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আরও দেখুন -সালিশী সভায় আক্রান্ত পরিযায়ী শ্রমিক ও তার ভাই
তাদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চক্র সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা।মাসতিনেক আগে রাজারহাটের বসিনা মানিকতলায় একটি বিলাসবহুল বাড়ি ভাড়া নেওয়া হয়। ওই বাড়িতেই রমরমিয়ে চলত প্রতারণা চক্র। অভিযোগ, ওই বাড়ির একটি আলাদা ঘর থেকে ভিডিও কল করা হত। সেই ঘরে রয়েছে বিশেষ আলোর ব্যবস্থা। দ্বিতীয় তলায় রয়েছে থাকার ব্যবস্থা।প্রায়ই এই বাড়িতে কমবয়সি তরুণীরা যাতায়াত করতো বলে সূত্রের খবর।শেষমেষ পুলিশের জালে আটক ৪ মহিলাসহ ৫ জন।