নিউজ ডেস্কঃ ফের বড়সড়ো সাফল্য পেল মালদার গাজোল থানার পুলিশ। এবারে দাঁড়িয়ে থাকা লরি থেকে ডিজেল চুরি করতে এসে পুলিশের জালে এক গাড়ি চালক ও তিন দুষ্কৃতী।
বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি
এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার গাজোল এলাকায়। জানা গেছে, ধৃতদের নাম বিশ্বনাথ মুর্মু , রমজান আলী, শেখ শামীম আলম এবং অনিল হাঁসদা। সোমবার ভোররাত আনুমানিক তিনটা নাগাদ মালদার গাজোলের রাঙা ভিটা ট্রাফিক মোড় সংলগ্ন এলাকার বালুরঘাট মালদা জাতীয় সড়কের ধারে একটি লরি দাঁড় করে চালক গাড়িতে ঘুমিয়ে ছিলেন। সেই সময়ে লরির পাশে এটি বোলেরো গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে চারজন দুষ্কৃতি নেমে পাইপের মাধ্যমে লরি থেকে তিনটি প্লাস্টিক যারে তেল চুরি করতে থাকে।
কলকাতায় হদিশ মিলল সেক্সটরশন চক্রের
ঠিক সেই সময় টহলদারি চালানোর সময় ঘটনা কর্তব্যরত পুলিশের নজরে আসতেই চার দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করে গাজোল থানার পুলিশ। চারজনের মধ্যে একজন গাড়ি চালক রয়েছে বলে খবর। বোলেরো গাড়িটিকেও আটক করে পুলিশ।
ছাত্রী খুনে চাঞ্চল্য, পথ অবরোধ পরিজনদের
লরি থেকে তেল চুরির ঘটনা স্বীকার করেছে দুষ্কৃতীরা। সোমবার চারজনকে মালদা জেলা আদালতে পাঠায় গাজোল থানার পুলিশ।