গাজোল কান্ডে ডাকাতদের সঙ্গে গুলির লড়াই পুলিশের, গ্রেফতার ৪

নিউজ ডেস্কঃ  মালদা জেলার গাজোলের কৃষ্ণপুর এলাকার কৃষি সমবায় উন্নয়ন সমিতির ব্যাংকে দিনের আলোয় দু:সাহসিক ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ।

জমি বিবাদে মৃত এক, অভিযোগ শাসকদলের নেতার বিরুদ্ধে

বুধবার দুপুরে কৃষ্ণপুর এলাকার কৃষি সমবায় ব্যাংকে হানা দেয় ৮/১০ জনের এক সশস্ত্র ডাকাত দল৷ বাধা দিতে গেলে এক ব্যাংক কর্মীর পেটে গুলি করে দুষ্কৃতীরা৷ ব্যাংকের সিন্দুক ভেঙে প্রায় ৪ লক্ষ টাকা লুঠ করে পালায় তারা। গোটা ঘটনা ধরা পড়ে ব্যাংকের সিসি ক্যামেরায়। এই ঘটনায় আলোড়ন পড়ে যায় পুলিশ মহলেও। ডাকাতদের ধরতে আসরে নামে পুলিশ। কোনোভাবেই যাতে ডাকাত দলটি ভিন রাজ্যে বা অন্যত্র পালাতে না পারে সেজন্য মালদা জেলার সমস্ত থানা অ্যালার্ট হয়ে যায়। গাজোলের পরেই পুরাতন মালদা থানার পুলিশ ডাকাত দলটিকে ধরতে তল্লাশি শুরু করে।

লরি থেকে তেল চুরির চেষ্টা, ধৃত ৪

সুখানদিঘি এলাকায় জাতীয় সড়কে ডাকাত দলের সাদা বোলেরো গাড়িটিকে শনাক্ত করে পুলিশ। পুলিশকে দেখে গুলি ছুঁড়তে শুরু করে ডাকাত দলের সদস্যরা৷ কার্যত পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায় ডাকাত দলের ৷ গুলি লাগে দুই  ডাকাতের ৷ সুযোগ বুঝে কয়েকজন ডাকাত পগারপার হয়ে যায়। তবে পিছু ধাওয়া করে চার ডাকাতকে ধরে ফেলে পুলিশ। জখম দুই ডাকাতকে চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, ডাকাত দলের সদস্যদের সঙ্গে গুলির লড়াই হয় পুলিশের। তাতেই গুলিবিদ্ধ হয় দুই ডাকাত।

পিরিয়ড নিয়ে সচেতনতা বৃদ্ধিতে স্কুলে বসলো স্যানিটারি ভেন্ডিং মেশিন

এমনকি পিছু ধাওয়া করে ৪ ডাকাতকে হাতেনাতে পাকড়াও করা হয়। ধৃতদের থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্রশস্ত্র। বাকী ডাকাতদের খোঁজে তল্লাশি জারি রয়েছে বলে জানান তিনি ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকী ডাকাতদের শনাক্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। জানা গিয়েছে ধৃতদের নাম সমীর মণ্ডল, মইদুল ইসলাম, মহম্মদ ওয়াস্তি ও জহিরুল ইসলাম। উল্লেখ্য রীতিমতো ফিল্মি কায়দায় মুখ বেঁধে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কয়েক মিনিটের মধ্যে গোটা ডাকাতির ঘটনার অপারেশন চালায় দুষ্কৃতীরা। ফলে আগে থেকেই ডাকাত দলের সদস্যরা রেইকি করে গিয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

 

সর্বশেষ আপডেটঃ

ডাকাতির ঘটনায় ধৃত চারজনের মধ্যে দু’জনকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করল গাজোল থানার পুলিশ। এদিন গাজোল থানা থেকে কড়া নিরাপত্তায় তাদের আদালতে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য দুই ডাকাত পুলিশের গুলিতে জখম হওয়ায় তাদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। এই ডাকাতির ঘটনায় জড়িত বাকী দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

 

এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে নীচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন :-

আরও আপডেট পেতে এখানে ক্লিক করুন :-

 

 

 

 

Next Post

ইলিশের দাম শুনে ঢোঁক গিলছেন আম জনতা

Fri Jul 26 , 2024
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক :  কথায় বলে মাছে ভাতে বাঙালি। আর ইলিশ মাছ হলে তো ষোলোকলা পূর্ন। আদরে আমন্ত্রণে ভুরিভোজে সব জায়গাতেই রসনাতৃপ্তির হিট ফর্মুলা ইলিশ। কিন্তু চলতি বছরে প্রকৃতির মুড সুইং এর ঠ্যালায় শুরু থেকেই চিন্তায় রয়েছে আম […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!