শহরের বুকে দিনে দুপুরে ফের দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। যা চমকে দিল সকলকে। এক প্রৌঢ়ের গলা থেকে সোনার মালা ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুস্কৃতীরা। শুক্রবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের ১ নং ওয়ার্ডের কাশিবাটি এলাকায়। অভিযোগকারী শংকর কুমার নন্দী বলেন, বিকেল নাগাদ বাড়ির দরজায় দাঁড়িয়ে ছিলেন তিনি।
৯ বছর বাদে যুবক খুনে ৩ জনকে যাবজ্জীবন
সে সময় দুটি মোটরবাইকে করে চারজন অপরিচিত ব্যক্তি তার কাছে এসে চন্ডীতলার দিকে যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে বলেন। যথারীতি তাদের রাস্তা দেখিয়ে দেন শংকর বাবু। সেই সূত্রে দু-চার কথা হয় তাদের সাথে। বাইক আরোহীরা চলে যেতেই তিনি গলায় হাত দিয়ে দেখেন ১৫ গ্রাম ওজনের সোনার মালাটি তার গলায় নেই। ওই দুষ্কৃতিরা কখন তার গলা থেকে মালাটি ছিনতাই করল কিছুতেই তিনি বুঝে উঠতে পারছেন না। তার অনুমান দুষ্কৃতীরা তাকে হিপনোটাইজ বা সম্মোহিত করে এই কাজ করেছে।
মৃতের নাম আবাস তালিকায় , ক্ষোভ বঞ্চিতদের
তিনি পুলিশে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দুষ্কৃতিদের ছবি। সেই সূত্র ধরে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রসঙ্গতঃ গত কিছুদিন আগে রায়গঞ্জ শহরের রাস্তায় একই ভাবে এক অধ্যাপিকার সোনার অলংকার ছিনতাই হয়েছিল। তারপরে আবার এ ধরনের ঘটনা শহরে। যাকে ঘিরে রীতিমতন চিন্তিত রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ।