নিউজ ডেস্ক, ৫ সেপ্টেম্বর : নাকে কোন গন্ধ পাচ্ছি না, আমার করোনা হয়নি তো”
-এই প্রশ্ন এখন অনেকেই করছেন। ভাববারই ব্যাপার বটে। নাকে গন্ধ না পাওয়া করোনার একটা লক্ষণ বটে। বস্তুতঃ কখনো কখনো দেখা যাচ্ছে যে কোবিডের সাধারণ উপসর্গ যেমন জ্বর কাশি শ্বাসকষ্ট ছাড়াই শুধুমাত্র ঘ্রাণশক্তি চলে যাচ্ছে প্রায় 27 শতাংশ করোনা সংক্রামিতদের মধ্যে। এবং এটা ঘটছে সংক্রমণ হওয়ার চার থেকে পাঁচ দিনের মাথায়।
তাহলে কোন কিছুর গন্ধ না পেলেই কি করোনা সংক্রমণ হয়েছে ধরে নেওয়া যায়?
না, ব্যাপারটা এত সরল নয়। ঘ্রাণশক্তি যে কেবল করোণাতে ক্ষতিগ্রস্ত হয় তা নয়। অনেক রোগ আছে যাতে ঘ্রাণ শক্তি কমে। জন্মগত কারণে এক শতাংশ মানুষের কিন্তু এমনিতেই ঘ্রাণশক্তি ভীষণ দুর্বল থাকে। নাকে এলার্জি, নেজাল পলিপ, কিছু কিছু ওষুধ ব্যবহার , যেগুলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কখনো কখনো ব্যবহার করা হয় তাতেও ঘ্রাণশক্তির ব্যাঘাত ঘটতে পারে। হরমোনের এর কারণে মহিলাদের মধ্যে ঘ্রাণশক্তি কখনো কখনো কমে যেতে দেখা যায়। কোন কোন নিউরোলজিস্টের মতে দীর্ঘদিন ডায়াবেটিস হলে বেশি বয়সীদের স্বাদ এবং ঘ্রাণশক্তি দুইই কমে যায় তবে এটা হয় খুব ধীরে ধীরে। 60 বছর বয়স পেরিয়ে গেলে মানুষের ঘ্রাণ শক্তি আস্তে আস্তে কমতে থাকে। কখনো কখনো ইনসেক্টিসাইড স্প্রে করার পর ঘ্রাণশক্তি শক্তি সাময়িকভাবে কমে। ক্যান্সারের কারণে গলায় ও ঘাড়ে রেডিয়েশন দেবার পরে ঘ্রাণ শক্তি কমে।
সেই কারণে সেটা যে করোণার কারণেই হয়েছে একথা নিশ্চিত ভাবে বলা যায় না। অনেক বিশেষজ্ঞ বলছেন বর্তমান সময়ে ঘ্রাণ শক্তি কমে যাওয়ার অনেক পেশেন্ট এরই মানসিক কারণে ঘ্রাণ বা করোনা নিয়ে অতিরিক্ত টেনসানের কারনে ঘ্রাণশক্তি কমছে।
তাহলে উপায়?
অকারণে আতঙ্কিত হবেন না। ঘ্রাণশক্তি সত্যি সত্যি কমছে কিনা সেটা আগে যাচাই করুন। অন্যান্য যে অসুখ বিসুখ এর কথা বলা হলো সেগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা সেটা একবার যাচাই করে নিন ভালভাবে । প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আতঙ্কিত হয়ে অকারনে অতিরিক্ত মাত্রায় ভেপার নেওয়ায় ক্ষতি হতে পারে। আপনার অ্যালার্জি থাকলে এলার্জির চিকিৎসা করান। নাক পরিষ্কার রাখবার জন্য নাকের ড্রপ ব্যবহার করতে পারেন। জ্বর-কাশি না থাকলে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কোন প্রয়োজন হয় না। ভিটামিন সি, জিঙ্ক? নিতে পারেন। তবে তাৎক্ষণিকভবে এর উপকার পাবেন না।
তবে আপনি যদি করোনা সংক্রমিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে এসে থাকেন এবং আপনার ঘ্রাণশক্তির কমতি মনে হয় তবে অবশ্যই করোনা টেস্ট করিয়ে নিশ্চিত হবেন।