নিউজ ডেস্ক, ৬ সেপ্টেম্বর : সোনা এমন একটি মূল্যবান ধাতু যা মানুষের বিভিন্ন সময় প্রয়োজন পড়ে। কখন সাজগোছ কখনও বা আপদবিপদে মানুষের পাশে দাঁড়ায় বন্ধুর মতো। ফলে সোনার জুড়ি মেলাভার। বর্তমানে সোনার দাম ক্রমশঃ মধ্যবিত্তদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তবে দেশ স্বাধীন হওয়ার সময় কিন্তু সোনার যা ছিল আর এখন যা রয়েছে তাতে আকাশ পাতাল ফারাক। আর সোনার দাম বৃদ্ধি নিয়ে রইল কিছু তথ্য।
১৯৪৭ সালে দেশ স্বাধীনের সময় প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৮ টাকা।
১৯৫৯ সালে প্রথম সোনার দাম পৌঁছায় একশোর ঘরে।
১৯৭৪ সালে এক ধাক্কায় ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয় ৫০০ টাকা।
২০০৭-এ সোনার সোনার দাম ১০ হাজার স্পর্শ করে।
২০১১-য় গিয়ে দাঁড়ায় ২৬ হাজারের গণ্ডিতে
২০২০-তে তা রেকর্ড ৫৬ হাজারে পৌঁছয় ১০ গ্রাম সোনার দাম।
মাত্র ১০ বছরের মধ্যে দ্বিগুণ দাম বেড়েছে সোনার।