সাইবেরিয়া থেকে তাদের নিয়ে আসা হয় বিমানে। সেখান থেকে সড়কপথে অ্যাম্বুল্যান্সে সফর। শিলিগুড়ি বেঙ্গল সাফারি হয়ে গন্তব্য দার্জিলিং। একেবারে ভিভিআইপি ট্রিটমেন্টে লারা ও আকামাসকে নিয়ে যাওয়া হবে দার্জিলিং
প্রভাব খাটিয়ে সম্পত্তি দখলের অভিযোগ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে
ভারত ও সাইপ্রাসের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি। তার ফলেই লারা আকামাস নামে দুই সাইবেরিয়ান বাঘকে নিয়ে আসা হলো ভারতে। দার্জিলিংয়ের চিড়িয়াখানায় রাখা হবে এই দুই সাইবেরিয়ান বাঘকে।
পাগলা ষাড়ের দাপাদাপিতে আতংক ছড়িয়েছে কালিয়াগঞ্জ শহরে
পরিবর্তে দুটি রেড পান্ডা দার্জিলিং থেকে পাঠানো হয়েছে সাইবেরিয়ায়। পর্যটকদের আকর্ষন বাড়াতেই সাইবেরিয়ান বাঘ আনা হলো দার্জিলিংয়ে।
আরও খবর দেখুন